ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
Amar Sangbad

১৫ শিক্ষকের ১৩ শিক্ষার্থী পাশ করে নি কেউ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০৬:৩৩ পিএম

১৫ শিক্ষকের ১৩ শিক্ষার্থী পাশ করে নি কেউ
  • সব ছাত্র ফেল, মাদ্রাসার সুপার বলছেন,‘ তকদির খারাপ’

এবছরের দাখিল পরীক্ষায় বাউফলের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২৯জন পরীক্ষার্থীর  সবাই ফেল করেছেন। গতকালের প্রকাশ হওয়া ফলে এমন চিত্র দেখা যায়। কেউ পাশ না করা তিনটি মাদ্রাসার  মধ্যে একটি উপজেলার উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ১৫জন  দাখিল পরীক্ষায় অংশ নেন। তাদের একজনও পাশ করতে পারেনি। অথচ তাদের পড়ানোর জন্য  শিক্ষক ছিল ১১জন। 
সব ছাত্র ফেল করার কারণ জানতে চাইলে মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ বলেন,‘ তকদির খারাপ। তাই সবাই ফেল করেছেন। এমন রেজাল্ট হওয়ার কথা নয়।’

অভিভাবকেরা বলছেন,‘ মাদ্রাসায়  ভারপ্রাপ্ত সুপার পদ নিয়ে দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাদের মধ্যে হাতাহাতি, মারামারির ঘটনাও ঘটেছে। যার কারণে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। শিক্ষকেরা নিয়মিত মাদ্রাসায় আসেন না। আসলেও ঠিক মত পাঠদান না করিয়ে অফিস কক্ষে বসে থাকেন। যার কারণে গত কয়েক বছর ধরেই ফলাফল খারাপ হচ্ছে। এবার কেউই পাশ করেনি।’

কেউ পাশ না করা অপর দুইটি মাদ্রাসার হলো পশ্চিম কালিশুরী বালিকা দাখিল মাদ্রাসা ও উত্তর কেশবপুর বালিকা দাখিল মাদ্রাসা। পশ্চিম কালিশুরী বালিকা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল অংশ নেন ১৩জন ছাত্রী অত্র প্রতিষ্ঠানে তাদের পড়ানোর জন্য শিক্ষক রয়েছেন ১৫ । প্রতিষ্ঠাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত, বিগত কোন পরিক্ষায় এমন ঘটনা ঘটে নি। তবে কি কারণে এ বছর সবাই ফেল করেছে সে বিষয়ে কেউ কোন মন্তব্য করতে রাজি হয় নি।  উত্তর কেশবপুর বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১জন দাখিল পরীক্ষায় অংশ নেন। সেও ফেল করেছেন। যদিও সরেজমিনে মাদ্রাসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।  স্থানীয়রা জানান, এক সময় মাদ্রাসা ঘর ছিল। ঘরটি ঝড়ে ভেঙে পড়ে। আর ঘর তোলা হয়নি। প্রতিষ্ঠানটি  ননএমপিও । আবদুল মান্নান নামে এক ব্যক্তি মাদ্রাসাটি  এমপিও ভুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। 

নাম প্রকাশ না করার শর্তে এক মাদ্রাসা শিক্ষক বলেন,‘ বিগত দিন পরীক্ষা কেন্দ্রে শিক্ষকেরা নকল সহায়তা দিয়ে শিক্ষার্থীদের পাশ করাতেন। এবছর ইউএনও কঠোরভাবে পরীক্ষা নিয়েছেন। নকল বিহীন পরীক্ষা হয়েছে।  তাই যারা পড়াশুনা করেছেন তারাই পাশ করেছেন।  বাকিরা সব ফেল। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে। একই সাথে এমপিও বাতিলের জন্য  শিক্ষা বোর্ড ও মাদ্রাসা অধিদপ্তর বরাবর  লিখিত  আবেদন করা 

আরএস
 

Link copied!