community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ জুন, ২০২৪,

ভূঞাপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৩:০৯ পিএম


ভূঞাপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ থেকে পড়ে সুমন মন্ডল (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল উপজেলা রুহুলী মধ্যে পাড়ার ছামসুল মণ্ডলের ছেলে। পেশায় সে একজন নির্মাণ শ্রমিক।

স্থানীয়া জানান, সকালে কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ ঢালাই কাজের জন্য অন্যান্য শ্রমিকদের সাথে সুমন মন্ডল কাজে যান। তিনতলায় কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে সুমন মন্ডল নিচে পড়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সুমন নির্মাণ শ্রমিকের কাজ করতে। কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় কাজ করার সময় নিচে পড়ে যায়। টাঙ্গাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!