Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৪:৫৯ পিএম


ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া উপজেলার ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে।

এবার ফেঞ্চুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই নতুন মুখ বিজয়ী হয়েছেন। তবে সকাল থেকেই বৃষ্টি থাকায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আসফাকুল ইসলাম সাব্বির। আনারস প্রতীক নিয়ে ১২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭শত ৭৭ ভোট, আব্দুল বাছিত টুটুল মোটরসাইকেল ৬ হাজার ৩৪, মো. জাহিরুল ইসলাম মুরাদ ঘোড়া ১৮৭৪, সুলতানা রাজিয়া দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. জাহাঙ্গীর আলম মোজাহিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মাইক প্রতীক নিয়ে ১৪ হাজার ৮৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ শহীদুর রহমান রুমান (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৯১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ডালিয়া বেগম। হাঁস প্রতীক নিয়ে ১৮ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মোহিনী বেগম (কলস) ৭ হাজার ৮৮১ ও ইয়াসমিন জাহান তাম্মী (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬শত ৪৯ ভোট ।

ইএইচ

Link copied!