Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

মধুপুরে প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আগস্ট ৬, ২০২৪, ১০:৪৮ পিএম


মধুপুরে প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্যাপ্টেন মাইদুলের আমন্ত্রণে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ও মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সকল দাবি মেনে নেওয়া হয় এবং সুন্দর দেশ গড়ার প্রত্যয়ের আশ্বাস প্রদান করা হয়। চলমান আন্দোলনে সারাদেশে আহত এবং নিহতদের জন্য দুঃখ প্রকাশ করা হয়।

চলমান আন্দোলনে মধুপুরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট থেকে বিরত রাখার জন্য সকল ছাত্রজনতার সহযোগিতা কামনা করা হয়।

ইএইচ

Link copied!