Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

নোয়াখালী শহর পরিষ্কার ও ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৬:৪৭ পিএম


নোয়াখালী শহর পরিষ্কার ও ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা

গত কয়েক দিনের অসহযোগ আন্দোলনে নোয়াখালী শহর ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে নোয়াখালী শহরের বিভিন্ন পয়েন্টে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে জেলা শহরের এ পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশের কাজ শুরু হয়।

পরিচ্ছন্নতা ও ট্রাফিক পুলিশের  কাজে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি  মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা সকালে প্রথমে এক জায়গায় জড়ো হন। পরে তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা কাজ শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের শিকার হওয়া জেলা শহরের পরিচ্ছন্নতা অভিযান ও শৃঙ্খলা বজায় রাখতে  ট্রাফিক পুলিশের কাজ চালান। শিক্ষার্থীদের এ কাজকে সাধুবাদ জানায় সর্বস্তরের জনগণ।

এ কর্মসূচির মাধ্যমে পুরো জেলাকে একটি বাসযোগ্য শহর গড়ে তোলাই তাদের লক্ষ। যতদিন জেলা শহরে ময়লা থাকবে এবং ট্রাফিক পুলিশগণ কাজ না করে ততদিন তারা জনগণের সেবায় এ কাজ করবে।

ছাত্র-ছাত্রীরা আরও বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের কাজকর্ম থেকে শুরু করে ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারেন, সেজন্য তাদের মন্দিরে পাহারা দিচ্ছেন। যাতে আমরা সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র এগিয়ে নিয়ে যেতে চাই।

ইএইচ

Link copied!