Amar Sangbad
ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪,

কক্সবাজারে সড়কে ফিরেছে শৃঙ্খলা, দায়িত্বে শিক্ষার্থীরা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

আগস্ট ৭, ২০২৪, ০৭:০২ পিএম


কক্সবাজারে সড়কে ফিরেছে শৃঙ্খলা, দায়িত্বে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কক্সবাজারের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। সড়কে যান চলাচলেও ফিরেছে শৃঙ্খলা। সড়কে ট্রাফিক পুলিশকে দেখা না গেলেও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। জেলা শহরসহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করেছেন তারা।

বুধবার সকাল থেকে কক্সবাজার শহরের পানবাজার রোডের মোড়ে, বাজারঘাটা, কালুর দোকান, গুনগাছতলা, ডলফিন মোড়সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, আন্দোলনে সফলতা পেলাম৷ এখন আমাদের দেশকে গোছানোর পালা। যেহেতু এখনো কোনো সরকার গঠন হয়নি, এ মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। রাস্তায় যেন যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। এ ছাড়া জেলার ভাঙচুরের ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করছি আমরা।

শিক্ষার্থীদের এমন কাজের প্রশংসা করেছেন পথচারী যাত্রী ও সাধারণ মানুষ। তারা বলছেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করেছেন। তাদের চেষ্টায় দেশের আগামীও বদলে যাবে।

এদিকে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট এড়াতে তৎপর রয়েছে সেনাবাহিনী ও এলাকাবাসী।

ইএইচ

Link copied!