Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে: জিকে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:১৭ পিএম


ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে: জিকে গউছ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে নিজামপুর ইউনিয়নে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভা ৩ বারের পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও নিজামপুর ইউনিয়নের নেতাকর্মী ও বন্যায় কবলিত এলাকার জনসাধারণ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের ১৬ বছরের শাসন আমলে কোন মানুষেই শান্তিতে ছিল না। হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলায় মেতে উঠেছিল। সব প্রতিষ্ঠান তাদের বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা হতো। বিচার বিভাগ পর্যন্ত স্বাধীন ছিল না। ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এর বিনিময়ে কতো জীবন দিতে হয়েছে। আবার নতুন করে দেশ পেয়েছে স্বাধীনতা, এই স্বাধীনতাকে কোন চক্র যাতে নষ্ট না করতে পারে সবাই সজাগ থাকতে হবে।

ইএইচ

Link copied!