ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
সেপ্টেম্বর ৪, ২০২৪, ০১:০০ পিএম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
সেপ্টেম্বর ৪, ২০২৪, ০১:০০ পিএম
ময়মনসিংহের ত্রিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচিতে হামলা করায় ত্রিশালের সাবেক এমপি এবিএম আনিছুজ্জামান আনিছকে প্রধান আসামি করে ৮১ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় ২৫০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলার বাকী আসামীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম সামছুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব পারভেজ, ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছাইফুল মানিক, উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়েল সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনসহ ৮১জনের নাম উল্লেখ করে কাজী মনিরুজ্জামান সোমেল বাদী হয়ে আরও দুষ্কৃতকারী ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ত্রিশাল থানায় মামলা করেন।
বিআরইউ