Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

হাসিনা-কাদের-নিজাম হাজারীসহ ৬৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০১:০১ এএম


হাসিনা-কাদের-নিজাম হাজারীসহ ৬৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ফেনীতে ছাত্র হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে আসামি করে মামলা হয়েছে। এছাড়াও মামলায় ১৬২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার বিকালে নিহত মাহবুবুল হাসান মাসুমের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে ফেনী মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিতে ৯ জন ছাত্র-জনতা নিহতের ঘটনা ঘটে।

জানা গেছে, মাসুম হত্যা মামলায় আসামিদের তালিকায় দুই নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের। এরপর রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার এবং ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ৫ নম্বর আসামি করা করা হয়েছে। মামলায় ১৬২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রথম চারজন আসামির প্ররোচনা, উসকানি এবং নির্দেশে ৫ নম্বর আসামি অপরাপর আসামিদের নিয়ে ফেনী শহরের মহিপালে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গুলি এবং হামলা করে হত্যা করে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন জানান, মামলার কার্যক্রম চলছে।

ইএইচ

Link copied!