Amar Sangbad
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪,

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৩:২৯ পিএম


বাগাতিপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

রোববার বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ‍‍`র সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শরীফ মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, বাগাতিপাড় স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইটসহ আরও অনেকে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, বাগাতিপাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার রতন কুমার পাল।

ইএইচ

Link copied!