Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমেক চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:২৯ পিএম


ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমেক চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহ নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ময়মনসিংহ নগর এর জমির মুন্সি লেনের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

ডা. নোমান ময়মনসিংহ নগরীর মৃত তাহির উদ্দিনের ছেলে। নোমানের স্ত্রীও ময়মনসিংহ মেডিকেল কলেজের  চিকিৎসক।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, রাত ১ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওটি করে বাসায় ফিরেন ডা. নোমান। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে চার্জ দেওয়া মোবাইল ফোনে আগুন ধরে গেলে ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে পরিবারের লোকজন পোড়া গন্ধ পেয়ে নোমানের রুমে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পরিবারের লোকদের অনাপত্তি পত্র নিয়ে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।

বিআরইউ
 

Link copied!