Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেলদুয়ারে বিক্ষোভ মিছিল

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৩:৫৫ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেলদুয়ারে বিক্ষোভ মিছিল

ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের দেলদুয়ারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আল ইহসান যুব পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের সাধারণ জনতা অংশগ্রহণ করে।

টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আলী আজম খানের সভাপতিত্বে বক্তব্য দেন- ইসলামী আন্দোলনের উপজেলা উপজেলা সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সম্পাদক আব্দুল মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মির্জা রাশেদুল ইসলাম জুয়েল, আল ইহসান যুব পরিষদের সভাপতি মাওলানা সোলাইমান রিয়াজী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের মাহমুদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও প্রশাসন মসজিদের খতিব মুফতি আসাদুল্লাহ্ খান, ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আলীম খান, মাওলানা আমানুল্লাহ্ খান, মুফতি আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা আসলাম খান, ছাত্র প্রতিনিধি মো.খাইরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

ইএইচ

Link copied!