Amar Sangbad
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কড়িগ্রামে বিএনপির সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৫:৪৩ পিএম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কড়িগ্রামে বিএনপির সমাবেশ

কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করা হয়েছে।

জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে এতে অংশগ্রহণ করেন।

শুক্রবার সকাল ১১টায় জেলা ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ব্যারিষ্টার রবিউল ইসলাম সৈকত, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল আলম প্রমুখ।

ইএইচ 

Link copied!