Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫,

কৃষি জমিতে পুরোনো অ্যাসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:৫৩ পিএম


কৃষি জমিতে পুরোনো অ্যাসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে কৃষি জমিতে পুরোনো অ্যাসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করে সীসা প্রস্তুত করায় পরিবেশ সংরক্ষণ আইনে মোতাবেক অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার খরনা ইউনিয়নের বাবুরপুকুর নামক স্থানে কলাবাগান এলাকায় অ্যাসিড ব্যাটারি কারখানায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

অভিযান চলাকালে সহযোগিতায় ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মিকাইল হোসেন ও শাজাহানপুর থানার পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার খরনা ইউনিয়নের বাবুরপুকুর নামক স্থানে কলাবাগান এলাকায় মো. আলমাস হোসেন এর পরিচালনায় খাদিজা অ্যাগ্রো এর ভিতর কৃষি জমিতে পুরোনো অ্যাসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করে সীসা প্রস্তুত কার্য করে আসছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে ঘটনাস্থলে উপস্থিত হাতেনাতে মো. আলমাস হোসেনকে (৪০) আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আলমাস হোসেন তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে মোবাইল কোর্ট তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়।

একই সাথে আগামীকাল একদিনের মধ্যে পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর সকল বেআইনি কার্যক্রম বন্ধের জন্য সময় বেধে দেয়া হয়। আসামিকে ধার্য্যকৃত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করলে তাকে কারাদণ্ড হতে অব্যাহতি দেয়া হয়।

এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন, পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আগামী ১ দিনের মধ্যে তাদের সকল কার্যক্রম বন্ধ এবং কেমিক্যাল বর্জ্য যথাযথভাবে ডিসপোজ করার জন্য নির্দেশ প্রদান করা হয় যা পরিবেশ অধিদপ্তর, বগুড়া মনিটরিং করবে। জনস্বার্থে পরিবেশ রক্ষায় মোবাইল কোর্টের এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!