ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ভোলায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ আটক ১

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৫, ০৭:১৮ পিএম

ভোলায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ আটক ১

ভোলায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ ৪৮ মামলার দুর্ধর্ষ আসামি মো. বাবুল,ওরফে বাবুল দেওয়ান, ওরফে আবুল কাসেম বাবুল (৫৫) কে  অভিযান চালিয়ে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার ১৪ ই জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ভোলা জেলার সদর থানাধীন ভেলুমিয়া এলাকার জনৈক মো. আনোয়ার হোসেন এর বসত ঘরে গত ৮ জানুয়ারি দিবাগত রাতে চুরির ঘটনায় একটি অভিযোগের প্রেক্ষিতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসির  তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মো. আসাদুজ্জামন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করেন, অভিযান কালে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি, চুরি এবং অন্যান্য মামলা সহ সর্বমোট ৪৮ টি মামলার দুর্ধর্ষ আসামি  বাবুল, ওরফে বাবুল দেওয়ান, ওরফে আবুল কাসেম বাবুল কে প্রাথমিকভাবে শনাক্ত করে গত সোমবার সন্ধ্যার দিকে লালমোহন  উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক  জিজ্ঞাসাবাদে সে উক্ত চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে এবং তার দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযোগে বলা বিপুল পরিমাণ চোরাই মাল স্বর্ণের ১ জোড়া পাতা কানের দুল, যার ওজন ৭ আনা, মূল্য আনুমানিক-৪৫,হাজার টাকা।স্বর্ণের ১ জোড়া সুঁই সুতা কানের দুল, যার ওজন ৩ আনা, মূল্য আনুমানিক ২৫,হাজার টাকা।স্বর্ণের ২টি আংটি বাচ্চাদের, যাহার ওজন ১ আনা, মূল্য আনুমানিক ১০ হাজার টাকা।স্বর্ণের একটি নাকফুল, বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা। রুপার ১ জোড়া নুপুর, যাহার ওজন ২ ভরি, মূল্য আনুমানিক ৯হাজারটাকা।রুপার ১টি ব্রেসলেট, যাহার ওজন ৮ আনা, মূল্য আনুমানিক ২হাজার টাকা।রুপার ২টি বাচ্চাদের হাতের বল-া, যাহার ওজন ১২ আনা, মূল্য আনুমানিক ৩হাজার টাকা।রুপার ১টি গলার চেইন, যাহার ওজন ১০ আনা, মূল্য আনুমানিক ২৫ শত টাকা।একটি পুরাতন নকিয়া মোবাইল ফোন, যার মূল্য আনুমানিক ১হাজার টাকা।সর্বমোট স্বর্ণ ৯ আনা, বাজার মূল্য আনুমানিক ৯৫,হাজার টাকা এবং মোট রুপা ৩ ভরি ১৪ আনা, বাজার মূল্য আনুমানিক ১৬ হাজার,৫ শত টাকা। সর্বমোট উদ্ধার ১ লক্ষ ১১ হাজার,৫শত টাকা স্বর্ণালংকার এবং নগদ ১লক্ষ ৩৫ হাজার ৫ শত নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি  জেলার লালমোহন উপজেলার  পশ্চিম চরউমেদ ৯ নং ওয়ার্ডের  মৃত সিদ্দিকের ছেলে  তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরএস

Link copied!