ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাদারীপুর সদর হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

এপ্রিল ১৯, ২০২৫, ০৮:১১ পিএম

মাদারীপুর সদর হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাস বয়সী এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৬তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গোলাপি বোরকা পরা এক নারী শিশুটিকে কোলে নিয়ে দ্রুত অটোরিকশায় করে হাসপাতাল ত্যাগ করে।

স্বজনদের বরাতে জানা যায়, তিনদিন আগে অসুস্থ দুই বছরের মেয়ে জামিলাকে হাসপাতালে ভর্তি করেন সুমি আক্তার। শনিবার দুপুরে বড় মেয়েকে খাওয়াচ্ছিলেন তিনি। সেই সময় পাশেই থাকা বোরকাপরা নারী ৬ মাসের শিশু আব্দুর রহমানকে কোলে নিয়ে আদর করার কথা বলে বারান্দায় নিয়ে যায়। মুহূর্তের মধ্যে সে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকাপরা নারী শিশুটিকে নিয়ে দ্রুত একটি অটোরিকশায় উঠে পালিয়ে যায়। বিষয়টি জানার পরপরই স্বজনরা শিশুটির খোঁজে তৎপরতা শুরু করে এবং পরে থানা পুলিশকে খবর দেয়।

শিশু আব্দুর রহমানের মা সুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে ওই নারী পালিয়ে যাবে, তা কল্পনাও করিনি। চোখের পলকেই ঘটনা ঘটে গেল। আমি আমার ছেলেকে ফেরত চাই।’

শিশুটির বাবা সুমন মুন্সি মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা।

ঘটনার পরপরই তদন্তে নামে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি শনাক্ত ও শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই চক্রের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালে নিরাপত্তার অভাবেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তারা অবিলম্বে শিশুটিকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!