Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৫, ০৭:৪৪ পিএম


আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে স্বামী রব মিয়া কর্তৃক স্ত্রী সুলেখা (৪০) কে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে। নিহত সুলেখা  পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে এবং ৪জন কন্যা সন্তানের জননী। অপর দিকে ঘাতক স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে। 

স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বাড়ীর লোকজন বুধবার সকালে নিহতের ঘরে গিয়ে দেখতে পায় যে, নিহতের লাশ গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার স্বামী 

রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে লাশের পাশে বসে আছে। রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসি জানায়। এ খবর জানাজানি হলে নিহতের বাড়ীতে শত শত জনতা ভীর করে এবং পুলিশ ও স্থানীয় মিডিয়াকে জানায়। সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে নিহতের লাশের পাশে ওই অবস্থায় দেখতে পায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানার ওসি এনায়েত হোসেন সহ সঙ্গীয় পুলিশ ও মিডিয়া কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছিল। 
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর 

প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে, তাকে গ্রেফতার কার হয়েছে। তদন্ত করে  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএস

Link copied!