Amar Sangbad
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫,

আখাউড়ায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

সাইফুল ইসলাম, আখাউড়া

সাইফুল ইসলাম, আখাউড়া

মে ২, ২০২৫, ০৭:৩৭ পিএম


আখাউড়ায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের ঐতিহ্যবাহী একমাত্র খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনগণ।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় দুর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন।

মানববন্ধনে অংশ নেন সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক সেনা সার্জেন্ট সফিকুল ইসলাম স্বপন, মাদ্রাসা শিক্ষক মুফতি ইব্রাহীম বিন মান্নান, সমাজসেবক ছগির আহমেদ, ক্রীড়ানুরাগী মো. ইমন ভূঁইয়া, শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর মিয়া, নবীন যুব সংগঠনের সভাপতি মো. আলম মিয়া এবং প্রবাসী প্রতিনিধি রায়হানসহ শতাধিক তরুণ-যুবক ও এলাকাবাসী।

বক্তারা বলেন, “এই মাঠ শুধু খেলার স্থান নয়, এটি আমাদের শৈশব, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির প্রতীক। এখানে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর খেলাধুলা করে, যা তাদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তারা আরও বলেন, “মাঠে স্থাপনা নির্মাণ ভবিষ্যৎ প্রজন্মকে খেলার সুযোগ থেকে বঞ্চিত করবে।” বক্তারা অবিলম্বে মাঠে ভূমি অফিস নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে তা অন্যত্র স্থানান্তরের দাবি জানান।

এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, “প্রায় পাঁচ বছর আগে প্রকল্পটি গ্রামবাসীকে অবগত করেই অনুমোদন দেওয়া হয়। তখন কেউ লিখিত আপত্তি জানাননি। স্কুলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবন নির্মাণ করা হবে এবং এতে মাঠ ব্যবহারে বাধা সৃষ্টি হবে না।”

উল্লেখ্য, এই আন্দোলনে প্রবাসী দুর্গাপুরবাসীরাও সক্রিয় ভূমিকা রাখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা মাঠ রক্ষার পক্ষে একাত্মতা প্রকাশ করছেন এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন মাঠটি রক্ষা করার জন্য।

ইএইচ

Link copied!