পাবনা জেলা প্রতিনিধি:
মে ৩, ২০২৫, ০৩:১৮ পিএম
পাবনা জেলা প্রতিনিধি:
মে ৩, ২০২৫, ০৩:১৮ পিএম
বিএনপি সরকার গঠন করলে সে সরকার হবে জনগণের সেবক, শাসক নয়—এ কথা জানিয়ে দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণের পাশে সেবকের ভূমিকা পালন করবে, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে।’
শুক্রবার পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আশুতোষপুর স্কুল মাঠে বিএনপির ৪ নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্থানীয় বিশিষ্ট সমাজসেবক রমজান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বিএনপি নেতা মানিক ড্রাইভার।
শিমুল বিশ্বাস বলেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ একটি অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা করেছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, মানুষের অধিকার হরণ করেছে, গুম-খুন আর দমন–পীড়নের রাজনীতি করেছে।’ তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনবে।
তিনি বলেন, ‘দেশ আজ দেউলিয়া দশায় উপনীত। এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে পুনর্গঠন করতে হলে একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। বিএনপি সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে দেশের ভবিষ্যৎ রচনা করতে চায়।’
সমাবেশে আরও বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, আব্দুল মান্নান মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম লালু প্রমুখ।
বক্তারা বলেন, ‘বিএনপির নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
কর্মীসমাবেশে দোগাছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিআরইউ