ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

মে ৩, ২০২৫, ০৮:২৯ পিএম

বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তারকে বদলিজনিত কারণে বুড়িচং প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও সাহিদা আক্তার।

বক্তারা ইউএনও সাহিদা আক্তারের দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করে বলেন, “তাঁর সময়ে উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সফলভাবে বাস্তবায়ন হয়েছে।”

বিদায়ী ইউএনও সাহিদা আক্তার বলেন, “বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এই সহযোগিতা আজীবন মনে রাখবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা এবং সদস্য মো. তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, কিবরিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে ইউএনও সাহিদা আক্তারকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!