পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
মে ৪, ২০২৫, ১২:৩৯ পিএম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
মে ৪, ২০২৫, ১২:৩৯ পিএম
কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহে বাকবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৩ মে) রাত ৮টার দিকে রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ায় বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম এহসানুল করিম (১৭)। তিনি একই ইউনিয়নের মাঝিরপাড়ার বাসিন্দা, মৃত জাকের উল্লাহর ছেলে।
ঘটনার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর মা রেহেনা আক্তার (৩৮)। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এহসান ও তাঁর মা রাজাখালী স্টেশন থেকে বাঁশ কিনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। টেকঘোনা পাড়ার আমির হোসেনের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধের কাছে পৌঁছলে একই এলাকার মুহাম্মদ জুনাইদ তাঁদের গতিরোধ করে। এ সময় টাকা চুরির অভিযোগে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুনাইদ এহসানকে বুকে ছুরিকাঘাত করেন। ছেলেকে রক্ষা করতে গেলে রেহেনাকেও ছুরিকাঘাতে আহত করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত এহসান ও অভিযুক্ত জুনাইদ আগে বন্ধু ছিলেন। কয়েক দিন আগে এহসানের বাড়িতে টাকা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার সন্দেহ ও উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
বিআরইউ