জবি প্রতিনিধি
মে ৪, ২০২৫, ০৫:০৭ পিএম
জবি প্রতিনিধি
মে ৪, ২০২৫, ০৫:০৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শাখা ছাত্রশিবির। বিশেষ করে নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সমস্যাগুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ছাত্রশিবিরের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ছাত্রকল্যাণ দপ্তরে সহানুভূতিশীল পরামর্শের প্রত্যাশা করলেও এখন পর্যন্ত কোনো নারী শিক্ষককে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়নি। ফলে অনেক নারী শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন।
এ প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে একজন নারী ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগ দিয়ে নারী শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
জবি ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইদানিং হতাশা ও আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে অনেকেই নারী শিক্ষার্থী, যারা আত্মহননের পথ বেছে নিচ্ছে।”
তিনি আরও বলেন, “ছাত্রকল্যাণ দপ্তর শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানের জায়গা। কিন্তু দুঃখজনকভাবে এখনো সেখানে কোনো নারী সহকারী পরিচালক নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টার কমিটির আহ্বায়ক ড. ফারজানা আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে একজন নারী ও একজন পুরুষ ছাত্র উপদেষ্টা রয়েছেন। আমরা তাদের আরও সহানুভূতিশীল হওয়ার নির্দেশনা দিয়েছি। পাশাপাশি কাউন্সেলিং সেন্টারের পক্ষ থেকে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে।”
নারী উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “নারী-পুরুষ নয়, মূল বিষয় হচ্ছে দায়িত্বশীলতা। যিনি দায়িত্বে থাকবেন, তাকেই সবার জন্য কাজ করতে হবে। শুধুমাত্র নারী শিক্ষার্থীদের নয়, সব শিক্ষার্থীর কল্যাণেই কাজ করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা ইতোমধ্যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করেছি এবং মসজিদে পানির ফিল্টার বসিয়েছি। নারী সহকারী পরিচালক নিয়োগের বিষয়টি সময়সাপেক্ষ হলেও আমরা সব দিক বিবেচনায় ব্যবস্থা নিচ্ছি।”
ইএইচ