জাহিদ হাসান, মাদারীপুর
মে ৫, ২০২৫, ১২:৪৭ পিএম
জাহিদ হাসান, মাদারীপুর
মে ৫, ২০২৫, ১২:৪৭ পিএম
জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানসহ দুই দফা দাবিতে মাদারীপুরে আদালত ভবনের কর্মচারীরা দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচার বিভাগীয় কর্মচারীদের সঙ্গে চলমান বৈষম্য দূর করে দ্রুত সময়ের মধ্যে জুডিশিয়াল সার্ভিসের আওতায় উপযুক্ত বেতন-ভাতা এবং স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন- বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি রত্না রানী কুন্ডু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য জালাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ