Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

পিস্তলসহ আজমেরী ওসমানের দুই ক্যাডার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মে ৫, ২০২৫, ০৪:৪১ পিএম


পিস্তলসহ আজমেরী ওসমানের দুই ক্যাডার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আজমীর ওসমানের দুই ক্যাডারকে আটক করেছে পুলিশ।

বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত তিনটার দিকে ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আসামিরা হলেন, খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৩০) এবং একই এলাকার গোপালের ছেলে সজিব।

তারা উভয়ই শামীম ওসমানের ভাতিজা আজমীর ওসমানের ছায়ায় কাজ করতেন এবং খানপুরসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের অপরাধী রাজ্য প্রতিষ্ঠা করেছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “রাত তিনটার দিকে ৮ নম্বর ওয়ার্ডের খালপার এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশির মাধ্যমে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!