ভোলা প্রতিনিধি
মে ৭, ২০২৫, ০৮:৩৬ পিএম
ভোলা প্রতিনিধি
মে ৭, ২০২৫, ০৮:৩৬ পিএম
ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও ঘরে ঘরে গ্যাস সংযোগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার সদর উপজেলার ব্যাংকের হাট এলাকায় এ কর্মসূচি পালন করে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।
একই দাবিতে সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের উদ্যোগে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভা আহ্বান করেন সংগঠনের আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদস্যসচিব মীর মোশারেফ অমি।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা। আন্দোলনের প্রথম দিন ইন্ট্রাকো কোম্পানির দুটি গ্যাসবাহী গাড়ি এবং দ্বিতীয় দিনে আরও তিনটি গ্যাসবাহী গাড়ি আটকে দেওয়া হয়। ঢাকাগামী এসব গাড়ি বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় আটকে দেওয়া হয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ইএইচ