Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫,

যুবদল নেতা হত্যা মামলায় মাদরাসার অধ্যাপক গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

মে ৮, ২০২৫, ০৮:৪৮ পিএম


যুবদল নেতা হত্যা মামলায় মাদরাসার অধ্যাপক গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফোরকান হত্যা মামলায় খোট্টাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক মো. আবু সুফিয়ান সুমনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার দুপুর ২টায় মাদরাসায় যাতায়াতের পথে সুমনকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আবু সুফিয়ান সুমন খোট্টাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়ি থেকে মাদরাসায় যান এবং সেখান থেকে ফেরার পথে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি (তদন্ত) মাসুদ করিম জানান, আবু সুফিয়ান সুমন যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার নামে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

ইএইচ

Link copied!