মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
মে ৯, ২০২৫, ০৫:২৬ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
মে ৯, ২০২৫, ০৫:২৬ পিএম
রাঙামাটির কাপ্তাই হ্রদের নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে গত পাঁচ দিন ধরে। গত সোমবার (৫ মে) থেকে এই অবস্থার ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
চালকদের দাবি, নৌপরিবহন মন্ত্রণালয় কিলোমিটারপ্রতি যে নতুন ভাড়া নির্ধারণ করেছে, তাতে তারা লোকসানের মুখে পড়ছেন। পুরনো ভাড়ার তুলনায় তা কম হওয়ায় তারা আপাতত স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন।
এ বিষয়ে বৃহস্পতিবার (৮ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, ফিসারিঘাট থেকে মাইনী-লংগদু রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে মর্মে জেলা প্রশাসন অভিযোগ পেয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে স্পিডবোট মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ-র সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।
স্পিডবোট মালিকদের ভাষ্য অনুযায়ী, ভাড়া নির্ধারণে রাঙামাটি থেকে মাইনীর দূরত্ব ৭০ কিলোমিটার হলেও নতুন হারে সেটি ধরা হয়েছে মাত্র ৪৬.২৫ কিলোমিটার, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জেলা প্রশাসক জানান, এ বিষয়ে দ্রুত সুরাহার জন্য বিআইডব্লিউটিএ-কে অনুরোধ করা হয়েছে এবং তারা শুক্রবারের মধ্যে ন্যায্য সমাধানের আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুসারে স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটারভিত্তিক এবং রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করে।
ইএইচ