মাগুরা প্রতিনিধি
মে ১২, ২০২৫, ০৬:০১ পিএম
মাগুরা প্রতিনিধি
মে ১২, ২০২৫, ০৬:০১ পিএম
মাগুরা জেলা পুলিশের দুই কনস্টেবল সদ্য নায়েক পদে পদোন্নতি লাভ করেছেন।
এ উপলক্ষে সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা বিপিএম।
অনুষ্ঠানে পুলিশ সুপার নবপদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, “পদোন্নতির মাধ্যমে দায়িত্ব এবং প্রত্যাশা উভয়ই বৃদ্ধি পায়। দেশ ও জনগণের নিরাপত্তায় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম।
পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্য এই স্বীকৃতিতে আনন্দিত প্রতিক্রিয়া জানান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের অঙ্গীকার করেন।
ইএইচ