সিলেট ব্যুরো
মে ১৪, ২০২৫, ০৪:৫৩ পিএম
সিলেট ব্যুরো
মে ১৪, ২০২৫, ০৪:৫৩ পিএম
প্রকৃতির খেয়ালে সিলেটে নেমেছে প্রবল বৃষ্টিপাত।
মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত টানা ২৭ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ২০০ মিলিমিটার। পূর্বাভাস অনুযায়ীই আবহাওয়ার এই রূপ দেখা দেয়।
অতিবৃষ্টির ফলে সিলেট নগরীর একাধিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আখালিয়া, সুবিদবাজার, খাসদবীর, বাদামবাগিচা— এসব এলাকায় রাস্তাঘাটে জমে গেছে হাঁটুপানি।
বুধবার সকালে অনেক বাসিন্দা ঘর থেকে বের হতে গিয়ে পড়েন চরম দুর্ভোগে।
দুপুরের দিকে বৃষ্টি কিছুটা থামলে ধীরে ধীরে পানি নামতে শুরু করে। তবে তার আগেই নগরবাসীর জীবনযাত্রা বিঘ্নিত হয়, সৃষ্টি হয় যানজট ও নানা সমস্যা।
সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বৃষ্টির কারণে নদ-নদীগুলোর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটসহ দেশের চারটি অঞ্চলে বুধবার দুপুরের পর ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ইএইচ