হবিগঞ্জ প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৭:৩১ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৭:৩১ পিএম
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামে একটি অন্তঃসত্ত্বা গাভী চুরি করে জবাই করে গোশত ভাগাভাগির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় গাভীর মালিক আব্দুর রউফের স্ত্রী নেহারা খাতুন বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে গাভীটি মাঠে খুঁটিতে বেঁধে বাড়িতে ফেরেন নেহারা খাতুন। বিকেল ৪টা ৩০ মিনিটে গাভীটি দেখতে গিয়ে তিনি আর সেটিকে খুঁজে পাননি। রাতভর খোঁজাখুঁজির পর ২৫ এপ্রিল সন্ধ্যায় জানতে পারেন, একই গ্রামের আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে একটি গরু জবাই করা হয়েছে।
পরবর্তীতে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গেলে গোশত ভাগাভাগির দৃশ্য দেখতে পান। জিজ্ঞাসাবাদে উপস্থিত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন তথ্য দেন। পরে খালের পানির নিচে গাভীর বাঁধা রশি এবং পাশের কচুরিপানার ঝোপে গাভীর গর্ভের ছয় মাস বয়সী বাছুরের বাচ্চাসহ বিভিন্ন আলামত পাওয়া যায়।
এ সময় এলাকাবাসীর উপস্থিতিতে অভিযুক্তরা গাভী চুরির কথা স্বীকার করে ক্ষতিপূরণের মৌখিক প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন এবং কালক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আসামি করা হয়েছে— ওয়াহিদ মিয়া, আব্দুল্লাহ, মস্তু মিয়া, দাইম উদ্দিন, রশীদ মিয়া, শাকিল মিয়া, জিলু মিয়া এবং কাগাপাশা গ্রামের মাসুক মিয়াকে।
নেহারা খাতুন বলেন, “অভাব-অনটনের মধ্যে গাভীটিই ছিল আমাদের একমাত্র সম্বল। এখন আমরা চরম অসহায় অবস্থায় পড়েছি।”
এদিকে, অভিযুক্তদের অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা।
মঙ্গলবার বিকেলে রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসী এক প্রতিবাদ সভার আয়োজন করেন এবং দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
গ্রামের প্রবীণ মুরব্বি সামছু উদ্দিন, দুলাই মিয়া, নজরুল মিয়া, রমিজ আলী, তোফান মিয়া, নুরুল আমিনসহ আরও অনেকে অভিযোগ করেন, ওয়াহিদ মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, চাঁদাবাজিসহ নানা অপরাধ করে যাচ্ছে। তিনি নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন।
প্রতিবাদ ও গ্রামবাসীর চাপের মুখে পুলিশ অভিযুক্ত ওয়াহিদ মিয়া, মস্তু মিয়া ও মাসুক মিয়াকে গ্রেপ্তার করলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নেহারা খাতুনসহ এলাকাবাসী প্রশাসনের কাছে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছেন।
ইএইচ