Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ১৪, ২০২৫, ০৯:১৮ পিএম


দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামে মাঠ দিবস পালন করা হয়েছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির আয়োজনে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি এলাকায় স্থানীয় মাশরুম চাষী ও বাসিন্দাদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাশরুম চাষে কৃষকদের আগ্রহী করে তোলার পাশাপাশি এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরীন, স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল হক, মাশরুম চাষি মো. আব্দুস সালাম এবং কৃষাণী মোছা. আনজুমান আরা বেগম।

বক্তারা বলেন, মাশরুম চাষ লাভজনক একটি কৃষি খাত, যা পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ তৈরি করে। এছাড়া, মাশরুম বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক হওয়ায় খাদ্য তালিকায় এর ব্যবহার বাড়ানো উচিত।

আলোচনা শেষে স্থানীয় পুষ্প মাশরুম ফার্মে স্পন ও মাশরুম উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন অতিথিরা। এ সময় মাশরুম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

ইএইচ

Link copied!