Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিমানবন্দর থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৩:১২ পিএম


রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিমানবন্দর থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

এর আগে দলীয় শৃঙ্খলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।”

এদিকে, ফতুল্লার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগের হুমকিসহ একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়, যেখানে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠস্বর শোনা যায় বলে দাবি করা হয়। এতে জনমনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

ইএইচ

Link copied!