ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৮:২৬ পিএম

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় ছয় চাকার একটি গাছবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিন শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কংকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নোয়াচান চাকমা (৫০), নিবারণ চাকমা (৩২), লেত্তোউদু চাকমা (৪০)। নিহতরা সবাই পেশায় শ্রমিক।

আহতরা হলেন- সুমন চাকমা (২৯) ও সুহেল চাকমা (৩২)। 

তারা বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত ও নিহত সবাই একই ইউনিয়নের বড় কচুছড়ি এলাকার বাসিন্দা।

ওসি হুমায়ুন কবির জানান, কচুছড়ি থেকে আর্যপুর জিরো মাইলের দিকে আসার পথে রাবার বাগান এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং চালকসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কংকন চাকমা বলেন, ট্রলিটি দুপুরে কাঠ বোঝাই করে বাড়ির কাঠ চিরানোর জন্য ফিরছিল। বাঘাইছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের দাহক্রিয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ইএইচ

Link copied!