Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫,

সাম্য হত্যার প্রতিবাদে ডাসারে ছাত্রদলের বিক্ষোভ

ডাসার প্রতিনিধি

ডাসার প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৮:৫০ পিএম


সাম্য হত্যার প্রতিবাদে ডাসারে ছাত্রদলের বিক্ষোভ

কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাদারীপুরের ডাসারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডাসার উপজেলা সদরে ডাসার উপজেলা ছাত্রদল ও ডিকে আইডিয়াল কলেজ শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম আলাউদ্দিন, সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সি বনি আমিন, মেহেদী হাসান, মামুন মোল্লা, ডিকে আইডিয়াল সৈয়দ আলী একাডেমি কলেজ শাখার মাহফুজ কায়েস, রাকিব হাসান, কায়েম মুন্সি, কাজী বাকাই ইউনিয়ন ছাত্রদলের হিমন পালোয়ান, সৌরভ হাওলাদার এবং ডাসার ইউনিয়নের ছাত্রদল নেতা সাজ্জাদ খলিফা, রাসেল মাতুব্বর, রাব্বি তালুকদার প্রমুখ।

ইএইচ

Link copied!