জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মে ১৬, ২০২৫, ০৬:৫৯ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মে ১৬, ২০২৫, ০৬:৫৯ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি-এর নির্দেশনায় তবলছড়ি বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তবলছড়ির চৌধুরীপাড়া এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৯ এমএম এবং একটি ভারতীয় ৮ এমএম পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, “আজ দুপুরে দুইটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি যামিনীপাড়া ব্যাটালিয়নের পক্ষ থেকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।”
ইএইচ