Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

ডাসারে সরকারি খাল দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মে ১৭, ২০২৫, ০৩:৪৫ পিএম


ডাসারে সরকারি খাল দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন

মাদারীপুরের ডাসার উপজেলায় সরকারি খালের পানি নিষ্কাশনের পথ অবৈধভাবে ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে কাজী বাঁকাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কাসেম হাওলাদারের বাড়ির পাশ থেকে এ অভিযান শুরু করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন। 

অভিযানে ডাসার থানা পুলিশ, আনসার সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় থেকে কাজী বাঁকাই ইউনিয়ন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ একটি সরকারি খাল অবৈধভাবে ভরাট করে একাধিক স্থানে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে দীর্ঘদিন ধরে খালের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় কৃষি সেচ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়।

খালের পানির প্রবাহ সচল রাখতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় এস্কেভেটর (ভেকু) ব্যবহার করে খালের মধ্যে গড়ে ওঠা একাধিক ব্যক্তিগত রাস্তা ও মাটি অপসারণ করে খাল দখলমুক্ত করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, “সরকারি খাল ভরাট করে অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে। বর্ষা মৌসুমে পানি চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের নোটিশ প্রদান করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। খাল দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!