Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও ‘জেশ ফাউন্ডেশন’

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

মে ১৯, ২০২৫, ১১:০৫ এএম


ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও ‘জেশ ফাউন্ডেশন’

মাদারীপুরে ‘জেশ ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিও শতাধিক গ্রাহকের সঞ্চয়ের প্রায় ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

রোববার দুপুরে ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঋণ নিতে আসা গ্রাহকরা ভিড় জমিয়ে উত্তেজনার সৃষ্টি করেন।

ভবন মালিকের ভাই সিরাজুল ইসলাম জানান, শাখা ব্যবস্থাপক পরিচয়ে রকিবুল ইসলাম (রকি রহমান) নামে এক ব্যক্তি তার ভবনের দুটি ইউনিট ভাড়া নেন। রোববার তাদের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল এবং অগ্রিম টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তারা কার্যালয় ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিন বলেন, “ঘটনাটি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী গ্রাহকরা প্রতারকদের দ্রুত গ্রেপ্তার ও অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!