আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মে ২৩, ২০২৫, ০৫:১৭ পিএম
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মে ২৩, ২০২৫, ০৫:১৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুমার নামাজের সময় ঘরে একা থাকা এক গৃহবধূকে দড়ি দিয়ে বেঁধে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
এ ঘটনায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন স্বামী-স্ত্রীর ছদ্মবেশে থাকা দুই প্রতারক—কসবার আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শাহীন (২৪) এবং তার স্ত্রী পরিচয়দানকারী সুমাইয়া (১৮)।
তারা আখাউড়ার কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন অধিকাংশ পুরুষ মসজিদে থাকায় পরিস্থিতির সুযোগ নেয় প্রতারকরা। প্রথমে এক তরুণী পানি চাওয়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা যুবকও ঘরে ঢুকে পড়েন। তখন ঘরে কেবল গৃহবধূ উপস্থিত ছিলেন। যুবকটি সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। তার হাতে ছিল গ্লাভস ও ধারালো দুটি অস্ত্র। এরপর তারা ঘরের স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই প্রতারককে আটক করে এবং পরে আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেয়।
বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, “জুমার নামাজে সবাই মসজিদে ছিলাম। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে তারা আমাদের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টা করে। আমার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাদের ধরে ফেলে। কিছু মালামাল উদ্ধার হলেও কিছু এখনো নিখোঁজ রয়েছে।”
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএইচ