Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫,

মাদারীপুরে ভূমি মেলা শুরু

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

মে ২৫, ২০২৫, ০৬:২৩ পিএম


মাদারীপুরে ভূমি মেলা শুরু

মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে তিন দিনের ভূমি মেলার সূচনা করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল—“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।”

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত স্টলের ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. সজীব, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম সাংবাদিকদের বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি-সংক্রান্ত কী কী সেবা দেওয়া হয়, তা সাধারণ মানুষকে জানানোর জন্যই এ ভূমি মেলার আয়োজন করা হয়েছে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি অটোমেশনের আওতায় চলে এসেছে, কিন্তু অনেক মানুষ এখনও তা জানে না। এই মেলার মাধ্যমে মানুষ জানতে পারছে, কী ধরনের সেবা কোথায়, কীভাবে এবং কত সময়ের মধ্যে পাওয়া যাবে।”

ইএইচ

Link copied!