Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

ভেদুরিয়া-বরিশাল নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মে ২৬, ২০২৫, ০১:১৪ পিএম


ভেদুরিয়া-বরিশাল নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি

ভোলা জেলার ভেদুরিয়া-লাহারহাট-বরিশাল নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং অতিরিক্ত যাত্রী বহনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে স্পিডবোট মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে।

রোববার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, নির্ধারিত ভাড়া না নিয়ে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। 

যাত্রীরা জানান, ভেদুরিয়া থেকে লাহারহাটের নিয়মিত ভাড়া ১৫০ টাকা এবং বরিশাল পর্যন্ত ৩০০ টাকা হলেও মালিক-শ্রমিকদের নিয়ন্ত্রণহীনতা ও অনিয়মের কারণে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি নিয়মিত ভেদুরিয়া হয়ে বরিশাল যাতায়াত করি। নির্ধারিত ভাড়া ৩০০ টাকা হলেও প্রতি যাত্রায় ৩৫০ টাকা দিতে হচ্ছে, এতে করে আমার যাতায়াত ব্যয় বেড়ে গেছে।”

একই অভিযোগ করেন বরিশালে রোগী নিয়ে যাওয়া আ. রহমান। তিনি বলেন, “ডাক্তারের সিরিয়াল ছিল, লঞ্চে গেলে দেরি হবে—এই ভেবে স্পিডবোটে উঠি। চালক প্রথমে ৩০০ টাকা বললেও মাঝনদীতে গিয়ে আরও ৫০ টাকা দাবি করে। বাড়তি টাকা দিতে রাজি না হওয়ায় তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে। বাড়ি থেকে হিসেব করে টাকা নিয়ে এসেছিলাম, এখন খরচ বেড়ে যাওয়ায় রোগী নিয়ে ফেরত যাওয়া নিয়েও চিন্তায় পড়েছি।”

অভিযোগ রয়েছে, যাত্রী ধারণক্ষমতা ৮ জন হলেও অধিকাংশ বোটে ৯-১০ জন যাত্রী বহন করা হচ্ছে। এছাড়াও চালকরা কৌশলগতভাবে নদীর মাঝপথে ভাড়া আদায় করে যাতে যাত্রীরা বাধা দিতে না পারেন।

অভিযোগের বিষয়ে শ্রমিক সমিতির নেতা খোকন বলেন, “ভাড়া না বাড়ালে মালিকদের পোষায় না, কারণ জ্বালানি তেলের দাম অনেক বেড়েছে।”

প্রসঙ্গত, গত ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশে নির্ধারিত ভাড়া আদায়ে সচেতনতামূলক মাইকিং করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দেওয়া হয়। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং ভেদুরিয়া স্পিডবোট ঘাটে এ বিষয়ে প্রচার চালানো হয়। তবুও অনিয়ম বন্ধ হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ভোলা নদী বন্দরের বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (বন্দর ও পরিবহন) মো. রিয়াদ হোসেন প্রথমে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ স্বীকার না করলেও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে খতিয়ে দেখবেন বলে জানান।

ইএইচ

Link copied!