ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

রোগী আছে, চিকিৎসকও আছে—নেই শুধু ওষুধ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

জুন ১, ২০২৫, ০৮:১৯ পিএম

রোগী আছে, চিকিৎসকও আছে—নেই শুধু ওষুধ

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রোগী দেখছেন কর্তব্যরত চিকিৎসকেরা। সেখানে ছোটখাটো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। তবে এসব সুবিধার মাঝেও এক গুরুতর সংকট—রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ নেই। ফলে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীরা প্রেসক্রিপশন হাতে নিয়েই বাড়ি ফিরছেন খালি হাতে।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, চোপিনগর ইউনিয়নের ইজিবাইক চালক রুবেল মিয়া (৩২) গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। নিয়ম অনুযায়ী টিকিট কেটে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক বেশ কিছু ওষুধ লিখে দেন প্রেসক্রিপশনে। কিন্তু হাসপাতালের ওষুধ বিতরণ কক্ষে গেলে তাকে শুধুমাত্র একটি পাতার ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয়। স্টোরকিপার জানিয়ে দেন, বাকিগুলো সরবরাহ নেই, বাইরে থেকে কিনতে হবে।

হতাশ রুবেল মিয়া বলেন, “আপনারা অন্তত এই ভিটামিনটাও বিক্রি করে দেন। কিছু তো কাজে লাগবে!” এরপর তিনি নিরুপায় হয়ে প্রেসক্রিপশন হাতে বাড়ি ফিরে যান।

অন্যদিকে, খরনা ধাওয়াপাড়া গ্রামের ৬২ বছর বয়সী কৃষক তোজাম্মেল হোসেন জানান, তিনি ডায়াবেটিস ও আমাশয়ের জন্য কিছু ওষুধ পেলেও কমর ব্যথা ও উচ্চ রক্তচাপজনিত রোগের জন্য জরুরি ওষুধগুলো কখনোই হাসপাতালে পান না। বাধ্য হয়ে নিজের সামর্থ্য অনুযায়ী বাইরে থেকে ওষুধ কিনে খান।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন বলেন, “ওষুধ বিতরণ কক্ষে নতুন স্টোরকিপার নিয়োগ দেওয়া হয়েছে। আগের জন বদলি হওয়ায় কিছুটা জটিলতা হচ্ছে। পাশাপাশি সব ধরনের ওষুধ সব সময় পর্যাপ্ত থাকে না। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছি।”

ইএইচ

Link copied!