দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২, ২০২৫, ০৩:৪৫ পিএম
সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে এক মাসব্যাপী বিএনপির কর্মীসভা ও ফরম বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেতে উপজেলার ৯টি ইউনিয়নের ১৬০ জন নেতা আবেদন করেছেন।
গত ২৯ মে থেকে ১ জুলাই পর্যন্ত এ প্রক্রিয়ায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে আগ্রহী নেতারা ফরম সংগ্রহ ও জমা দেন। ফরম বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী এবং পংকজ দাস।
উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নের জন্য একজন আহ্বায়ক ও একজন যুগ্ম আহ্বায়কসহ ১১ সদস্যের কমিটি গঠন করা হবে। অর্থাৎ দুইটি পদে ৯টি ইউনিয়নে মোট ১৮ জন নেতা মনোনীত হবেন।
আবেদনসংখ্যা অনুসারে দেখা গেছে—
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মো. নাবিল চৌধুরী বলেন, “প্রতিটি ইউনিয়নে ১১ সদস্যের কমিটি গঠন করা হবে—যার মধ্যে থাকবেন একজন আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য। আবেদন যাচাই-বাছাই শেষে কমিটি ঘোষণা করা হবে। পরবর্তীতে এই ইউনিয়ন কমিটিগুলোর তত্ত্বাবধানে ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।”
উপজেলা আহ্বায়ক আমীর হোসেন বলেন, “৯টি ইউনিয়নে এক মাসব্যাপী আমরা সফলভাবে কর্মীসভা সম্পন্ন করেছি এবং গতকাল ফরম বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা খুব শিগগিরই আহ্বায়ক কমিটির সভা ডেকে যাচাই-বাছাই করে একটি সুন্দর ও কার্যকর কমিটি উপহার দিতে পারব বলে আশাবাদী।”
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মঈণ উদ্দিন চৌধুরী মাসুক বলেন, “কর্মীসভা সফলভাবে শেষ হয়েছে। এখন দলীয় সিদ্ধান্ত ও আহ্বায়ক কমিটির সব সদস্যের মতামতের ভিত্তিতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।”
ইএইচ