ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
Amar Sangbad

পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে উত্তাল রাজপথ, সেনা মোতায়েন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

জুলাই ২, ২০২৫, ০৪:১৪ পিএম

পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে উত্তাল রাজপথ, সেনা মোতায়েন

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেওয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের অবরোধ ভাঙতে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় নারীসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সকাল থেকেই পটিয়া থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে একদফা হুঁশিয়ারি দেয় সেনাবাহিনী। 

শিক্ষার্থীরা দাবি করেছে, সেনা সদস্যরা তাদের ওপর বলপ্রয়োগের হুমকি দিয়েছেন এবং কিছু দূরেই পুলিশের একাধিক ইউনিট টিয়ারশেল ও রাবার বুলেট নিয়ে প্রস্তুত ছিল।

আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাদের ওপর যদি ক্র্যাকডাউন চালানো হয়, তবে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১ জুলাই) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করা নিয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে গেলে পুলিশ মামলার অনুপস্থিতিতে তাকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়। এরপর পুলিশের সঙ্গে ছাত্রদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ছয়জন শিক্ষার্থী আহত হন বলে দাবি করা হয়েছে।

পুলিশ বলছে, শিক্ষার্থীরা থানায় প্রবেশ করে মব তৈরি করার চেষ্টা করেন, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হন তারা।

এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল উদ্যোগ নেওয়া হয়নি। মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের অবস্থান এবং শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত থাকায় উত্তেজনা বাড়ছে।

ইএইচ

Link copied!