দিনাজপুর প্রতিনিধি
জুলাই ২, ২০২৫, ০৪:২২ পিএম
রোটারী ক্লাব অব দিনাজপুর (রোটারী ইন্টারন্যাশনাল)-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
মঙ্গলবার রাত ৮টায় শহরের খালপাড়স্থ রোটারী সেন্টারে ক্লাবের সাপ্তাহিক নিয়মিত সভা ও যৌথ বোর্ড সভায় প্রেসিডেন্ট কলার হস্তান্তরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান এটিএম নুর নবী সরকার বোর্ড সদস্য ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট শহিদুর রহমান পাটোয়ারী মোহনের কাঁধে প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন।
এরপর ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও রোটারী প্রত্যয় পাঠ করা হয়।
দায়িত্ব গ্রহণের পর রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, “আমি আগামী এক বছরের জন্য ক্লাবের দায়িত্বভার গ্রহণ করেছি। ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বোর্ড সদস্য, সাধারণ সদস্য ও সাবেক প্রেসিডেন্টদের সহযোগিতা নিয়ে ক্লাবের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাগত প্রেসিডেন্টের সহধর্মিণী (ফার্স্ট লেডি), ক্লাব সেক্রেটারি অ্যাডভোকেট রোটারিয়ান হুসনাউল আসমা, রোটারিয়ান পিপি ডা. শহিদুল ইসলাম খান, পিপি আরিফুর রহমান আরিফ, পিপি দিব্যেন্দু ভৌমিক কাজল, পিপি রণজিৎ কুমার সিংহ, পিপি এস. এম. মমিনুল ইসলাম, রোটারিয়ান ডা. ওয়াহিদা বেগম প্রমুখ।
উল্লেখ্য, রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন এর আগেও ২০১৭ সালে রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ইএইচ