ফেনী প্রতিনিধি
জুলাই ২, ২০২৫, ০৪:২৫ পিএম
ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কয়েকটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোররাতে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কয়েকটি গরু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা।
বিজিবির ৪ নম্বর ব্যাটালিয়নের ফেনীস্থ অধিনায়ক লেফটেন্যান্ট মোশাররফ হোসেন বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ইএইচ