কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জুলাই ২, ২০২৫, ০৫:১১ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি ঠেঙ্গারবান এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
কালিয়াকৈর থানার অপারেশন অফিসার (ওসি) জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ইএইচ