বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২, ২০২৫, ০৫:১৫ পিএম
বরিশালের বাকেরগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজতর করতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড স্বাধীন বাংলা সুপার মার্কেটের ২য় তলায় ‘ক্রিয়েটিভ কম্পিউটার’ এবং সাহেবগঞ্জ ভূমি অফিসের সামনে ‘রাকিব ডিজিটাল ফটোকপি এন্ড স্টুডিও’ নামে দুটি কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক প্রধান শিক্ষক মুনসুর আহমেদ, আউয়াল হাওলাদার প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে বাকেরগঞ্জ উপজেলায় ২টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। পরবর্তীতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে।
ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এই সেবা বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, “ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে দক্ষ যারা, তারা অনলাইনে সেবা নিতে পারলেও এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নেই।”
উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিতকরণের মাধ্যমে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ইএইচ