জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জুলাই ২, ২০২৫, ০৫:২০ পিএম
বাংলাদেশ পুলিশ বাহিনীর ময়মনসিংহ শিল্প পুলিশের এএসআই মো. মোতালেব হোসেন খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) প্রশিক্ষণের সময় মৃত্যুবরণ করেছেন।
বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান।
মৃত মো. মোতালেব হোসেন (৩১) ময়মনসিংহ শিল্প পুলিশের সদস্য ছিলেন। তিনি ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্স (এসএলসি) অংশগ্রহণের জন্য খাগড়াছড়ি এসেছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়; পিতার নাম তোফাজ্জল হোসেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “সকালে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সেকশন লিডার কোর্স চলাকালীন এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করার সময় অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ