আবু হানিফ, সুনামগঞ্জ
জুলাই ২, ২০২৫, ০৫:৫৪ পিএম
সুনামগঞ্জ সীমান্ত থেকে চারজন পাচার হওয়া বাংলাদেশি নাগরিক এবং দুইজন মানব পাচারকারীসহ মোট ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বাগানবাড়ি বিওপি’র টহল দল ইদুকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মানব পাচারকারী ইমন হোসেন ও আবুল হোসেনকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা চারজন পাচার হওয়া বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মানব পাচারকারীরা টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে পাচার করত এবং সেখানে ভারতীয় দালালদের কাছে হস্তান্তর করত। পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে কারও কারও ভারতে আত্মীয়-স্বজন রয়েছে এবং তারা প্রায় সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের উদ্দেশ্যে ভারতে যাতায়াত করে থাকেন।
আটককৃত বাংলাদেশি নাগরিকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির।
ইএইচ