জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:
জুলাই ২৪, ২০২৫, ০৩:৪৮ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি।
সভায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিসহ স্থিতিশীলতা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, গুইমারা ২৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এ এইচ এম মেহেদী হাসান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমা ও জয়া ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন দত্ত, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, মাটিরাঙ্গা থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, ফরেস্টার মো. তৌহিদুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুন উর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সভায় জোন কমান্ডার বলেন, ‘নিরাপত্তা, উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকল পক্ষের মধ্যে সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।’ তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিতরা পাহাড়ি এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।
বিআরইউ